Monthly Archives: অগাষ্ট 2010

অগাস্ট আটাশ, ২০১০

ব্লগের থিম চেঞ্জ করলাম। বুঝতেসিনা ভালো হইলো না খারাপ হইলো। তবে একটা কিছু নতুনত্ব যে আসলো এইটা নিয়েই আপাতত হ্যাপি। গত দুইদিন ধরে এমন আলসেমি লাগতেসে সবকিছুতেই যে আমার নিজের কাছেই ব্যাপারটা উইয়ার্ড লাগতেসে খুব। গ্রামীণের নেটের অবস্থা এখন ভয়াবহ। … বিস্তারিত পড়ুন

Posted in দিন লিপি | এখানে আপনার মন্তব্য রেখে যান

অগাস্ট ২৫, ২০১০

এইসব মাঝরাতগুলো মাঝে মাঝে কেমন ভয়ংকর রকমের অচেনা হয়ে যায়। পিসিতে খুটখাট থামিয়ে হঠাৎ করে সবকিছু কেমন ফাকা ফাকা লাগে। কোন কারণ নেই। হুট করে সব চুপচাপ। আর মনে হয় আমি আসলে কিসের জন্য এতসব করছি। ফিলিংসটা খুব উইয়ার্ড। কিন্তু … বিস্তারিত পড়ুন

Posted in দিন লিপি | এখানে আপনার মন্তব্য রেখে যান

অগাস্ট ১২, ২০১০

ক্ষিলখেত নামটা শুনতেই কেমন ক্ষ্যাত ক্ষ্যাত লাগে। সেই তুলনায় নিকুঞ্জ নামটা বেশ সুন্দর। মনে হয় কত গোছানো আর পরিপাটি। কিন্তু প্রথম যেদিন নিকুঞ্জ দেখার সৌভাগ্য হলো সব গোছানো আর পরিপাটি ভাবনা চিন্তা দুই নাম্বার রোড থেকে দশ নাম্বারে আসতে আসতেই … বিস্তারিত পড়ুন

Posted in দিন লিপি | এখানে আপনার মন্তব্য রেখে যান